spot_img

পাঁচ বলে পাঁচটি উইকেট তুলে নতুন বিশ্বরেকর্ড

অবশ্যই পরুন

ক্রিকেট ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। পেশাদার পুরুষ ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ বলে পাঁচটি উইকেট তুলে নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।

আয়ারল্যান্ডের ঘরোয়া ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মুন্সটার রেডসের হয়ে খেলতে নেমে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েন ক্যাম্ফার। বৃহস্পতিবার (১০ জুলাই) নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন তিনি।

প্রথমে ব্যাট হাতে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে ২৬ বছর বয়সী ক্যাম্ফার করেন সর্বোচ্চ ৪৪ রান। পরে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এক পর্যায়ে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করে। তখনই ইতিহাস গড়েন ক্যাম্ফার।

১২তম ওভারের শেষ দুই বলে দুটি এবং ১৪তম ওভারের প্রথম তিন বলে তিনটি উইকেট তুলে নিয়ে পাঁচ বলেই পাঁচ উইকেট শিকার করেন তিনি। পেশাদার ক্রিকেটে এমন কীর্তি আগে কখনও দেখা যায়নি।

ক্যাম্ফারের ঐতিহাসিক পাঁচ বলের উইকেট:

১২.৫ ওভারে: জারেড উইলসন — বোল্ড

১২.৬ ওভারে: গ্রাহাম হিউম — এলবিডব্লিউ

১৪.১ ওভারে: অ্যান্ডি ম্যাকব্রিন — মিডউইকেটে ক্যাচ

১৪.২ ওভারে: রবি মিলার — উইকেটরক্ষকের হাতে ক্যাচ

১৪.৩ ওভারে: জোশ উইলসন — বোল্ড

এই রেকর্ডের পর ক্যাম্ফার বলেন, ওভার পরিবর্তনের কারণে শুরুতে বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি শুধু সহজ রাখার চেষ্টা করছিলাম। সৌভাগ্যবশত সব ঠিকঠাক হয়েছে।

তিনি মজা করে যোগ করেন, আরেক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নিতে পারতাম না। যেটা হয়েছে সেটাই বিশেষ।

সম্প্রতি আঙুলের চোট কাটিয়ে দলে ফেরা ক্যাম্ফারের জন্য এই পারফরম্যান্স ছিল দারুণ আত্মবিশ্বাস ফেরানোর উপলক্ষ। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, চোট পেলে আপনি একা হয়ে পড়েন, জিম আর পুনর্বাসনে সময়টা কঠিন। এখন দলে ফিরে এসে এমন পারফরম্যান্স দিতে পেরে ভালো লাগছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের কেলিস নডলোভু অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। তবে পেশাদার পুরুষ ক্রিকেটে এই কীর্তি প্রথম। কার্টিস ক্যাম্ফারের এই অসাধারণ অর্জন ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: আসিফ নজরুল

রাজধানীর মিটফোর্ডে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।...

এই বিভাগের অন্যান্য সংবাদ