spot_img

আরবি ও ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগ

অবশ্যই পরুন

ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর (IDF Intelligence Directorate) ৭ অক্টোবরের হামলা থেকে শিক্ষা নিয়ে প্রশিক্ষণ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও স্টেশন গালেই ত্সাহাল (Galei Tzahal) সূত্রে জানা যায়, অধিদপ্তরের সব সৈন্য ও কর্মকর্তাদের জন্য আরবি ভাষা ও ইসলাম সম্পর্কে অধ্যয়ন বাধ্যতামূলক করা হয়েছে, এমনকি যাদের পদে সরাসরি ভাষাজ্ঞান প্রয়োজন হয় না, তারাও এর আওতায় পড়বেন।

এই উদ্যোগের অংশ হিসেবে, প্রশিক্ষণ ব্যবস্থার অধীনে একটি নতুন বিভাগ গঠিত হবে, যেখানে ইসলাম ও আরবি ভাষা শিক্ষা দেওয়া হবে। এই বিভাগ কেবল অনুবাদক ও রেডিও অপারেটর নয়, বরং গোয়েন্দা বিশ্লেষকদেরও প্রশিক্ষণ দেবে। লক্ষ্য হচ্ছে, প্রতিটি ব্রিগেড ও ডিভিশনের গোয়েন্দা কর্মকর্তা যেন উচ্চস্তরের আরবি জানেন এবং ইসলামী সংস্কৃতি ও সমাজবোধ সম্পর্কে গভীরভাবে ধারণা রাখেন।

আরবি ও ইসলাম শিক্ষা শুরু হবে সেনাবাহিনীতে যোগদানের আগেই, অর্থাৎ প্রাক-নিয়োগকালীন প্রস্তুতিমূলক শিক্ষাক্রমে, এবং তা অব্যাহত থাকবে অফিসারদের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণেও। তাদের মূল লক্ষ্য হলো: আগামী এক বছরের মধ্যে শতভাগ গোয়েন্দা সদস্য ইসলামী শিক্ষা পাবে এবং পঞ্চাশ ভাগ সদস্য আরবি ভাষা শিখবে।

এছাড়াও আবার চালু করা হচ্ছে ‘মধ্যপ্রাচ্য অধ্যয়ন প্রচার বিভাগ’, যা ছয় বছর আগে বাজেট সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এই বিভাগ ইউনিট ৮২০০-এর অধীনে পরিচালিত হবে এবং স্কুল পর্যায়ে মধ্যপ্রাচ্য ও আরবি শিক্ষা জোরদারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে, যেমন ‘মিডল ইস্টার্ন ক্যাডেট কোর্স’।

পাশাপাশি হুথি এবং ইরাকি উপভাষার ওপর বিশেষ প্রশিক্ষণ কোর্সও চালু হয়েছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, হুথিদের কথাবার্তা বোঝার মূল চ্যালেঞ্জের একটি হলো ‘কাত’ (qat) নামক উদ্ভিদের ব্যবহার। বিশ্বের কিছু অঞ্চলে এটিকে মাদক হিসেবে ধরা হয়, এবং এটি মুখে প্রদাহ বা ক্যান্সার সৃষ্টি করতে পারে, ফলে বক্তার কথা বোঝা কঠিন হয়ে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সম্প্রদায়ের শিক্ষক ও গবেষকদের নিয়োগ দেওয়া হয়েছে, যাতে প্রশিক্ষণ হয় বাস্তবভিত্তিক ও গভীর।

একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা IDF রেডিওকে বলেন, ‘আজ পর্যন্ত আমরা সংস্কৃতি, ভাষা ও ইসলাম বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারিনি। এই জায়গাগুলোতে আমাদের উন্নতি করতে হবে। আমরা গোয়েন্দা সদস্যদের আরব গ্রামে বেড়ে ওঠা শিশুর মতো করে তুলতে পারব না, কিন্তু ভাষা ও সংস্কৃতি শেখার মাধ্যমে তাদের চিন্তাশক্তি ও গভীর পর্যবেক্ষণের ক্ষমতা গড়ে তুলতে পারি।’

(সূত্র : ইসরায়েল ন্যাশনাল নিউজ ডটকম)

সর্বশেষ সংবাদ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার 'মূল্য' হিসেবে যুক্তরাষ্ট্রে শতাধিক দিন আটক থাকার পর এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ