চার বছরের বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। আজ শুক্রবার (১১ জুলাই) হঠাৎ করেই প্রকাশ পেয়েছে তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’, যেখানে রয়েছে ২১টি গান। বিবার জানিয়েছেন, এটি তার সবচেয়ে ব্যক্তিগত সংগীত অভিজ্ঞতা নিয়ে তৈরি।
নতুন অ্যালবামটি প্রকাশের আগে বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে কিছু রহস্যময় পোস্ট দেন বিবার। বিশ্বের বিভিন্ন শহরে অ্যালবামের বিলবোর্ডও দেখা গেছে। ‘সোয়্যাগ’ অ্যালবামে তিনি স্বামী ও বাবা হিসেবে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা সম্প্রতি স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলমান গুজবের প্রেক্ষাপটে এসেছে।
হেইলি বিবার মার্কিন অভিনেতা স্টিফেন বল্ডউইনের কন্যা। মে মাসে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সন্তান জন্মের পরের সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তিনি জানান, গত বছরের আগস্টে তাদের ছেলে জ্যাক ব্লুজ বিবারের জন্ম হয় ১৮ ঘণ্টার দীর্ঘ লেবার পেইনের পর।
নতুন অ্যালবামে রয়েছে ‘থেরারি সেশন’, ‘ড্যাডজ লাভ’ এবং ‘ডেভোশন’ শিরোনামের গান, যেগুলোতেও উঠে এসেছে বিবারের পারিবারিক ও মানসিক অভিজ্ঞতা।
অ্যালবামটি তৈরি হয়েছে কার্টার ল্যাং, ড্যানিয়েল সিজার, ডিজন, এডি বেঞ্জামিনসহ একাধিক সংগীতশিল্পীর সঙ্গে মিলে। এটি প্রকাশ করেছে ডেফ জ্যাম রেকর্ডিংস।
‘সোয়্যাগ’ হচ্ছে ২০২১ সালে প্রকাশিত ‘জাস্টিস’ অ্যালবামের পর বিবারের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম।