spot_img

এবার কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

এবার কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে গুণতে হবে বাড়তি শুল্ক। আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। খবর সিএনএনের।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদক হিসেবে ব্যথানাশক ফেন্টানিলের বিস্তার ও পাচার ঠেকাতে ব্যর্থ কানাডা। এ কারণেই দেশটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত। তবে কানাডিয়ান প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কিংবা কারখানা স্থাপন করে, সেক্ষেত্রে তাদের পণ্যে শুল্কারোপ হবে না।

যুক্তরাষ্ট্রের রফতানিকৃত পণ্যের শীর্ষ ক্রেতা কানাডা। গত বছর দেশটি থেকে ৩৪৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে অটোয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ৪১৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে দেশটি।

এর আগে, বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

কাঁচা মরিচের কেজি ৩০০, বেড়েছে সবজির দাম

কাঁচা পণ্যের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। কয়েকদিনের বৃষ্টির পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ