spot_img

আমির খানের ছেলের সঙ্গে পর্দা মাতাবেন সাই পল্লবী!

অবশ্যই পরুন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে। আরো বড় সুখবর হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে।

সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।

এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’। এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। তবে বক্স অফিসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি আমিরপুত্র।

সর্বশেষ সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন...

এই বিভাগের অন্যান্য সংবাদ