spot_img

‘মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়’

অবশ্যই পরুন

মেজর লিগ সকারে (এমএলএস) ফের দেখা গেল লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। শুধু জয়ই নয়, এই ম্যাচে গড়েছেন এমএলএস ইতিহাসে নতুন এক রেকর্ড, যা আরও একবার প্রমাণ করে দিল—মেসির জাদু এখনো অম্লান।

এই ম্যাচ দিয়ে মেসি হয়ে গেছেন মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে করেছেন একাধিক গোল। এই চার ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে আটটি।

চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মেসির গোল ১৪টি। গোলদাতার তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে, যদিও সারিজ খেলেছেন ছয়টি ম্যাচ বেশি।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। সাবেক জাতীয় দল সতীর্থ ও বর্তমান মায়ামি কোচ বলেন, ‘আমি সব সময়ই বলি, লিও (মেসি) বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান, মেসিকে আমাদের দলে পেয়েছি।’

সর্বশেষ সংবাদ

নিশাঙ্কা-মেন্ডিসের ব্যাটে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ