টেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।
এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।
টি-টোয়েন্টিতে দুই দলের সবশেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় ২টি। শ্রীলঙ্কা জিতেছে ৩ ম্যাচ। তবে সবশেষ ৩ ম্যাচ হিসেব করলে বাংলাদেশের জয় ২টিতেই।