spot_img

তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: গুতেরেস

অবশ্যই পরুন

তরুণদের ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আগামী ১৫ জুলাই ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দক্ষতা শুধু একটি সরঞ্জাম নয়, এটি ক্ষমতায়নের এবং সুযোগ সৃষ্টির একটি শক্তিশালী মাধ্যম।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘ঐতিহ্যবাহী জ্ঞান থেকে শুরু করে সৃজনশীল শিল্প ও সামাজিক নেতৃত্ব-বিভিন্ন ধরনের দক্ষতা তরুণদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখার ক্ষমতা দেয়।’

চলতি বছরের প্রতিপাদ্য বিষয়ে তিনি বলেন, ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দক্ষতার ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি এ বছর সঠিকভাবেই তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, মৌলিক ডিজিটাল জ্ঞান থেকে শুরু করে উন্নত পর্যায়ের ডেটা বিজ্ঞান আজকের জগতে টিকে থাকার জন্য অপরিহার্য এবং আগামী দিনের নেতৃত্বের জন্য প্রয়োজনীয়।’

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, ‘তবে সুযোগ নিশ্চিত করতে হবে সবার জন্য। ডিজিটাল বিভাজন (ডিজিটাল ডিভাইড) দূর করতে হবে, যেন লিঙ্গ, ভূগোল বা পটভূমি নির্বিশেষে প্রতিটি তরুণ তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে।’

তিনি বলেন, ‘ডিজিটাল শিক্ষা হতে হবে মানবকেন্দ্রিক। এর মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা ও সহমর্মিতাও গড়ে তুলতে হবে।’

গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘এআই যখন আমাদের পৃথিবীকে পুনর্গঠন করছে, তখন তরুণদের শুধু শিক্ষার্থী হিসেবে দেখা যাবে না।’ তাদের হতে হবে ন্যায্য এক ডিজিটাল ভবিষ্যতের সহ নির্মাতা।’

বার্তার শেষে গুতেরেস বলেন, ‘আসুন আমরা সবাই মিলে প্রতিটি তরুণকে ডিজিটাল যুগের জন্য প্রয়োজনীয় দক্ষতায় সজ্জিত করতে নিজেদের ভূমিকা পালন করি।’

সর্বশেষ সংবাদ

নিশাঙ্কা-মেন্ডিসের ব্যাটে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ