আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। এ বিষয়ে এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন ২৭ বছর বয়সী এই ভারতীয় গতিতারকা ।
সর্বশেষ আইপিএল আসরে বিরাট কোহলিদের সঙ্গে শিরোপা জেতা যশ দয়ালও ওই নারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছেন। মহারাষ্ট্রের রাজ্যের খুলদাবাদ থানায় করা মামলার অভিযোগপত্রে এই বাঁহাতি পেসার দাবি করেছেন, ওই নারী তার একটি আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন।
পুলিশকে যশ দয়াল জানান, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই যোগাযোগ শুরু। ওই নারী চিকিৎসার অজুহাতে তার এবং তার পরিবারের জন্য লাখ লাখ রুপি ধার নিয়েছেন। ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজ পর্যন্ত পরিশোধ করেননি।
বেঙ্গালুরু পেসার আরও দাবি করেন, কেনাকাটার জন্যও বারবার তার কাছ থেকে অর্থ নিয়েছেন ওই নারী। এই সব দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান দয়াল।
অভিযোগকারী ওই নারী জানান, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় যশ দয়ালের সঙ্গে পরিচয় হয় তার। এরপর পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। সেই সময় দয়াল তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং নিজের পরিবারেও তার পরিচয় করিয়ে দেন। তরুণীর দাবি, তাকে ‘স্ত্রীর মতো’ আচরণ করে প্রতারণার ফাঁদে ফেলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন দয়াল।
তিনি আরও জানান, দয়াল কেবল শারীরিক ও মানসিক নয়, আর্থিকভাবেও তাকে নিঃস্ব করে দিয়েছেন। এমনকি একাধিক নারীর সঙ্গেও একই ধরনের আচরণ করেছেন তিনি বলে অভিযোগ তুলেছেন। তরুণীর দাবি অনুযায়ী, চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কলের রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।
এর আগে গত ২৮ জুন অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ জানান ওই তরুণী। এরপর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদ পুলিশের সার্কেল অফিসারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়। ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজিয়াবাদ পুলিশ বলছে, ম্যাজিস্ট্রেটের সামনে তরুণীর বয়ান রেকর্ড, শারীরিক পরীক্ষা এবং প্রমাণ যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং দয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই চলছে।