spot_img

২৭ জুলাই থেকে চালু হচ্ছে মস্কো-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট

অবশ্যই পরুন

রাশিয়ার ট্যুর অপারেটরদের অ্যাসোসিয়েশন (এটর) স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) জানিয়েছে যে, চলতি মাসের শেষের দিকে মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সরাসরি ফ্লাইট চালু করা হবে।

এটর-এর তথ্য অনুযায়ী, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া চার্টার এয়ারলাইন নর্ডউইন্ড-কে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দু’বার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। নর্ডউইন্ড গত জুন মাসে এই লাইসেন্সের জন্য আবেদন করেছিল।

বর্তমানে দুই দেশের মধ্যে একমাত্র সরাসরি ফ্লাইট পরিষেবা হলো উত্তর কোরিয়ার এয়ার কোরিও। মূলত, এই ফ্লাইটটি সপ্তাহে দু’বার পিয়ংইয়ং ও রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে যায়। কোভিড-১৯ মহামারীর সময় তিন বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের আগস্টে এই রুট পুনরায় চালু হয়।

ভ্লাদিভোস্টক-পিয়ংইয়ং ফ্লাইট পুনরায় শুরু হওয়ার সময় রোসাভিয়াটসিয়া উত্তর কোরিয়ার বিমান কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর রাশিয়ান এয়ারলাইন্সগুলিকে নিয়মিত ফ্লাইট চালুর জন্য উৎসাহিত করেছিল বলে জানা গিয়েছিল।

এটর-এর তথ্য মতে, মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সময়সূচিতে ২৭ জুলাই থেকে পিয়ংইয়ংয়ের ফ্লাইট যুক্ত হয়েছে।

এর আগে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে কামান ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করার অভিযোগ করেছে।

রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা উত্তর কোরিয়ায় একের পর এক উচ্চপর্যায়ের সফর করেছেন, এবং গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।

সূত্র: মস্কো টাইমস।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ