spot_img

সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণের মৃত্যু

অবশ্যই পরুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে একে একে ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিক পরিবারের সন্তান।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ওদের একজনের মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিল।

এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে আহত একজনকে জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, বুধবার (৯ জুলাই) রাত পৌনে ১টায় প্রথমে ৪টি ডেডবডি আমাদের হাসপাতালে আসে। প্রায় এক ঘণ্টা পর আহত একজন আসে। সেপটিক ট্যাংকে একে একে চারজন মারা যাওয়ার ঘটনাটি অস্বাভাবিক। এক রিঙের একটা সেপটিক ট্যাংকে এত টক্সিক গ্যাস কী করে জমলো এটা ঠিক ক্লিয়ার করে বুঝা যাচ্ছে না।

এদিকে, এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শুনেছি এ ঘটনাটা। পরে পুলিশ হরিণছড়া চা বাগানের গিয়ে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়ায় ৮ বছরে ১,৫০০ এর বেশি যৌথ আত্মহত্যা, গবেষণা প্রতিবেদনে উদ্বেগ

দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ