spot_img

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি’র আগে শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ

অবশ্যই পরুন

টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তবে তার আগে দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের এই সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না এই স্পিনার। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে স্বাগতিকদের।

ইতোমধ্যে কলম্বোতে ফিরে গেছেন তিনি। সেখানে হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব করবেন তিনি। কিন্তু তার বিকল্প হিসেবে কাউকে দলে নেয়নি শ্রীলঙ্কা।

ক্যান্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (১০ জুলাই)। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ, এবং ১৬ জুলাই কলম্বোতে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

সর্বশেষ সংবাদ

শুধু ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না। এর জন্য ব্যক্তিপর্যায়ে সৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ