spot_img

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

অবশ্যই পরুন

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ জনের দলের অধিনায়ক করা হয়েছে সালমান আগাকে।

ইনজুরির কারণে দলে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। এছাড়া, ফিট না থাকায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো টি-টোয়েন্টির নিয়মিত মুখ। তবে এই সিরিজ দিয়ে স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ: সিপিডি

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ— সিপিডি। রোববার (২৪ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ