spot_img

ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কোচ হলেন ডেভিড আনচেলোত্তি

অবশ্যই পরুন

ব্রাজিলের ক্লাব বোটাফোগো নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন ডেভিড আনচেলোত্তি। আগামী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন।

ব্রাজিল জাতীয় দলের সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ কার্লো আনচেলোত্তির ছেলে ৩৫ বছর বয়সী ডেভিড আনচেলোত্তি। ২০১২ সালে, কোচিং ক্যারিয়ারে ডেভিদের যাত্রা শুরু করেন তিনি। গুরু তার বাব কার্লো।

সেই সময়ে কার্লো আনচেলোত্তি ছিলেন পিএসজির কোচ। অন্যদিকে, ডেভিড ছিলেন পিএসজির ফিটনেস কোচ। এরপর ২০১৩ সালে কার্লো যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন। আর ডেভিড হয়ে যান ফিটনেস কোচের সহকারী।

এরপর ২০১৬ সালে উয়েফার ‘এ লাইসেন্স’ পাবার পর বাবার সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। একই বছরে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে বাবার সঙ্গে সহকারী কোচ হিসেবে যোগ দেন ডেভিড আনচেলোত্তি। এরপর একে একে নাপোলি, এভারটন, রিয়াল মাদ্রিদে বাবার সাথে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

এবারই প্রথম বাবার ছায়া থেকে বের হয়ে ব্রাজিলের ক্লাবটির দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

সূত্র: ফুটবল এসপানা।

সর্বশেষ সংবাদ

গাজা যুদ্ধ বন্ধে নৈশভোজে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ