spot_img

‘তারা শান্তি চায়, আর আমি শান্তির পক্ষে’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা নির্ধারণ করেছি এবং তারা কথা বলতে চায়।’

তিনি আরও বলেন, ‘তারা বৈঠকের অনুরোধ করেছে… যদি আমরা কিছু লিখিত আকারে আনতে পারি, তাহলে সেটা ভালোই হবে। দেখা যাক কী হয়।’

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, এই বৈঠক আগামী সপ্তাহ বা তার আশেপাশে অনুষ্ঠিত হতে পারে।

এক সাংবাদিক জানতে চান, কী ঘটলে তিনি আবারও ইরানে হামলার সিদ্ধান্ত নিতে পারেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, আমাদের সেটা করতে হবে না। আমি কল্পনাও করতে পারি না যে আমরা সেটা চাইব বা ওরা চাইবে। তারা বৈঠক চায়… তারা একটা সমাধান খুঁজতে চায়।’

গত ২২ জুন যুক্তরাষ্ট্রের বি-টু বোমারু বিমান থেকে ইরানের ফোরদো ও নাতানজ পারমাণবিক স্থাপনাগুলোতে ১৪টি জিবিইউ-৫৭ ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (বাঙ্কার বোমা) ফেলা হয়। পাশাপাশি ইসফাহানের পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে বহু টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়।

উল্লেখ্য, ১৫ জুন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা নির্ধারিত ছিল। তবে তার দুই দিন আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালালে সেই আলোচনা ভেস্তে যায়।

১২ দিন স্থায়ী এ সংঘাত শেষ হয় ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে।

আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি চাই সঠিক সময়ে ইরানের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক। আমি চাই তাদের একটা সুযোগ দেওয়া হোক পুনর্গঠনের জন্য। কারণ আমি দেখতে চাই, ইরান যেন শান্তিপূর্ণভাবে নিজেদের গড়ে তোলে— যেন ‘আমেরিকার মৃত্যু চাই’, ‘ইসরায়েলের মৃত্যু চাই’ এমন স্লোগান না তোলে, যেমন তারা আগে করত।’

ট্রাম্প বলেন, দুই সপ্তাহ আগের তুলনায় এখন ইরান অনেকটাই বদলে গেছে। তার ভাষায়, “আমি আশা করি, সবকিছু শেষ হয়েছে। হ্যাঁ, আমি মনে করি, ইরান বৈঠক করতে চায়। তারা শান্তি চায়, আর আমি শান্তির পক্ষে।’

সিরিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ‘আমরা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছি, কারণ আমরা তাদের একটা সুযোগ দিতে চেয়েছি,’ বলেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতাসহ সংশ্লিষ্টদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ