spot_img

ঢাকা-ওয়াশিংটন শুল্ক চুক্তি দু’পক্ষের জন্যই লাভজনক হবে, আশা প্রেস সচিবের

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশায় রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক (উইন-উইন) হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনা নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন। সোমবার বাংলাদেশ একটি চিঠি পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যেখানে জানানো হয়েছে যে, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে।

১

তিনি বলেন, এ অবস্থায় বাংলাদেশ দল এরই মধ্যে আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশায় রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ