spot_img

পুরস্কার পাচ্ছেন ঋতুপর্ণা-শামসুন্নাহাররা

অবশ্যই পরুন

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। দেশকে সাফল্য এনে দেওয়ায় আর্থিক পুরস্কার পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা-শামসুন্নাহার জুনিয়ররা।

মাঠের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নারী ফুটবলারদের ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক বিবৃতি দিয়ে আর্থিক পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়া তো দূরের কথা, বাছাই পর্বে দুইবার অংশ নিয়ে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার জয়ের খরা কাটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা পেয়েছেন আফঈদা খন্দকার-রূপনা চাকমারা। মেয়েদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া।

বিশ্বাস না হলে স্কোরশিটে চোখ বোলান। বাহরাইন ও তুর্কমিনেস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আর স্বাগতিক মায়ানমারকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়েছেন ঋতুপর্ণা-মনিকা চাকমারা। অথচ বাহরাইন (৯২) ও মায়ানমার (৫৫) ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১২৮) থেকে অনেক এগিয়ে ছিল।

সর্বশেষ সংবাদ

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা সম্ভব নয়: জুলিয়ান উড

পাওয়ার হিটিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি এক বা দুই সপ্তাহের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ