spot_img

নিজের হত্যাচেষ্টা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব তাকার কারলসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মাসউদ পেজেশকিয়ান বলেছেন, সম্প্রতি ইসরায়েল তার ওপর একটি হত্যাচেষ্টা চালিয়েছে, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার (৭ জুলাই) প্রকাশিত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কারলসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ‌‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেয়, তবে তারা ব্যর্থ হয়।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘এই হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, এটা ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে অংশ নিচ্ছিলাম… তারা সেই বৈঠকের স্থানে বোমাবর্ষণের চেষ্টা করেছিল।’

তবে প্রেসিডেন্ট এই হামলা সম্প্রতি ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ চলাকালীন হয়েছিল কি না, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

উল্লেখ্য, গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সীমিত যুদ্ধ হয়, যার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল-পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে এই প্রথম এমন সরাসরি অভিযোগ আনলেন।

সূত্র- এলবিসিআই লেবানন

সর্বশেষ সংবাদ

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ