আগামী জাতীয় নির্বাচনে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্বের আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার পূর্ণ গতিতে চলছে এবং নির্বাচনের আগেই তা সম্পন্ন হবে।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহের’ প্রথম প্রদর্শনী। এতে উপদেষ্টা পরিষদের চার সদস্য ছাড়াও অংশ নেন অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “বিচার এখন পূর্ণ মাত্রায় ও পূর্ণ গতিতে চলছে। নির্বাচনের আগে অবশ্যই এই বিচার হবে। বিচারাধীন বিষয় হওয়ায় সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।”