spot_img

সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

অবশ্যই পরুন

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ১১ জুলাই স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণ ও প্রতিফলনের আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার (৭ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকী পালন হতে যাচ্ছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় মাটিতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংসতা।

বাণীতে বলা হয়, ১৯৯৫ সালের জুলাই মাসে ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হাজার হাজার নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে জোরপূর্বক বিতাড়িত করা হয়। তাদের জীবন চিরতরে বিপর্যস্ত হয়ে যায়। এই নৃশংসতার উদ্দেশ্য ছিল স্রেব্রেনিৎসা থেকে বসনিয়ান মুসলমানদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা।

এতে আরও বলা হয়, আমরা আজ নিহতদের স্মরণ করি এবং স্রেব্রেনিৎসার মায়েদের মতো সাহসী বেঁচে থাকা মানুষদের শ্রদ্ধা জানাই, যাঁদের ন্যায়বিচারের নিরলস প্রচেষ্টা এই গণহত্যাকে আইন ও ইতিহাসে স্বীকৃতি দিয়েছে।

বাণীতে বলা হয়, এই দিনটি শুধু শোক ও স্মৃতিচারণার নয়, এটি সতর্কতা ও কার্যকর পদক্ষেপেরও আহ্বান।

তিনি বলেন, যখন ঘৃণামূলক বক্তব্য, সত্য অস্বীকার এবং বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। আমাদের সহিংসতা শুরু হওয়ার আগেই তার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে হবে এবং প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

গুতেরেস আরও বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে, প্রতিটি ব্যক্তির মর্যাদা বজায় রাখতে হবে এবং সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে হবে।

তিনি বলেন, স্রেব্রেনিৎসার স্মৃতি আমাদের সংকল্পকে আরও জোরালো করুক; যাতে কখনো আর এমন ঘটনা না ঘটে।

সর্বশেষ সংবাদ

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ