spot_img

হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১০ জুলাই

অবশ্যই পরুন

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ দেওয়া হবে আগামী ১০ জুলাই। সোমবার (৭ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে পলাতক শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন স্টেট ডিফেন্স। এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও অপরাধের মাত্রা বিবেচনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় শুধু চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হয়েছিল। সেদিন রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করলেও, আসামি পক্ষ কোনো শুনানি করেনি। সে অনুযায়ী, আজ আসামি পক্ষের শুনানি হচ্ছে।

জানা যায়, মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির হননি। ফলে ট্রাইব্যুনাল তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করেছেন।

প্রসিকিউশন জানিয়েছে, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।

সর্বশেষ সংবাদ

জুলাইকে ভুলিয়ে দিতে চাইলে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে: চিফ প্রসিকিউটর

জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ