spot_img

শুরু হলো ব্রিকস সম্মেলন, অনুপস্থিত পুতিন-শি জিনপিং

অবশ্যই পরুন

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর রিও ডি জেনিরোতে শুরু হয়েছে ১৭তম ব্রিকস সম্মেলন। এ বছর সম্মেলনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

২০১২ সালে পর এই প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকছেন না। তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে থাকছেন দেশটির প্রধানমন্ত্রী লি কোয়াং। চীনা প্রেসিডেন্টের উপস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক মহলে অনেকটাই কমে গিয়েছে। তার কারণ অভ্যন্তরীণ ঘরোয়া রাজনীতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্মেলনে শি জিনপিংয়ের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি গোষ্ঠীর ঐক্য এবং প্রভাব নিয়েও তুলেছে প্রশ্ন।

এদিকে, ইউক্রেন যুদ্ধে ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার কারণে পুতিনের উপস্থিতি সম্ভব হয়নি, কারণ ব্রাজিল রোম সংবিধির স্বাক্ষরকারী হিসেবে তাকে আটক করার বাধ্যবাধকতায় পড়তো।

এই সম্মেলনের আলোচ্য বিষয়ে রয়েছে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বৈশ্বিক স্বাস্থ্যনীতি। কিছু সদস্য দেশ গাজায় ইসরায়েলের পদক্ষেপ এবং ইরানের ওপর হামলার বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছে।

২০০৯ সালে গঠিত হয়েছিল ব্রিকস। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। এর নতুন সদস্যা হলো সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, ব্রিকস এখন বিশ্বের অর্ধেক জনসংখ্যা, মোট ভূমির ৩৬ শতাংশ এবং বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ প্রতিনিধিত্বের দাবি করলেও বাস্তবে এর কার্যকারিতা নির্ভর করছে ভবিষ্যতে সদস্যদের অভ্যন্তরীণ ঐকমত্য ও সমন্বয়ের ওপর।

সর্বশেষ সংবাদ

সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ১১ জুলাই স্রেব্রেনিৎসা গণহত্যা...

এই বিভাগের অন্যান্য সংবাদ