spot_img

ইয়েমেনে ইসরায়েলের ২০ বিমান হামলা: হুতির অবস্থানে আঘাত

অবশ্যই পরুন

পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় রোববার (৬ জুলাই) কমপক্ষে ২০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

ইসরায়েল জানিয়েছে, তারা তিনটি ইয়েমেনি বন্দরে হুতির লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দর। হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত স্থানগুলোতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র এবং দুই বছর আগে হুথি গোষ্ঠী দ্বারা ছিনতাই করা জাহাজও লক্ষ্যবস্তু ছিল। ইসরায়েলি বাহিনী হোদেইদা, রাস ইসা এবং আস-সালিফ বন্দর এবং হোদেইদাহ বিদ্যুৎ কেন্দ্রকে চিহ্নিত করেছিল এবং ওই এলাকাগুলো থেকে লোকজনকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে এবং নিয়মিত ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ