spot_img

আবারও সন্তানের বাবা হলেন নেইমার

অবশ্যই পরুন

বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নাম নেইমার জুনিয়র। এবার চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন। তার প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান ‘মেল’। ৫ জুলাই (শনিবার) ভোরে ব্রাজিলে জন্ম নেয় নেইমার-ব্যাঙ্কার্ডি দম্পতির দ্বিতীয় সন্তান, যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনেই। গোলডটকম

ইনস্টাগ্রামে ছোট্ট মেলকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেন ব্রুনা ব্যাঙ্কার্ডি। সেখানে আবেগঘন বার্তায় লেখেন, ‘আমাদের মেল এসেছে-আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।’

৩৩ বছর বয়সী নেইমারের এটি চতুর্থ সন্তান। তার প্রথম ছেলে ডাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর বর্তমান সঙ্গী ব্রুনা ব্যাঙ্কার্ডির গর্ভে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। তৃতীয় সন্তানের মা হলেন নেইমারের আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলি।

চলতি বছরের জানুয়ারিতে সান্তোস ক্লাবে ফিরে আসার পর থেকে আবারও ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন নেইমার। মাঠের বাইরের সময়টা এখন পরিবারের সঙ্গেই কাটছে তার। বড় মেয়ে মাভিও ছোট বোন মেলকে পেয়ে বেশ আনন্দিত। নেইমারও পুরোটা সময় দিচ্ছেন পরিবারের নতুন সদস্যকে ঘিরে।

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত তিনি মাঠের বাইরের জীবনের দারুণ এক অধ্যায় উপভোগ করছেন।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার ব্যক্তিগত জীবনে কন্যাসন্তান মেল যেন নিয়ে এসেছে এক নতুন আনন্দধারা। বাবা হিসেবে নেইমার এখন পুরোপুরি পারিবারিক মুহূর্তে মগ্ন। ফুটবল তারকা হয়েও, এই মুহূর্তে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছোট্ট মেল।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই: তাহের

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ