spot_img

মুক্তির আগেইন নজিরবিহীন রেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’

অবশ্যই পরুন

ছয় বছর আগে মুক্তি পাওয়া হৃতিক রোশনের ব্লকবাস্টার ‘ওয়ার’ সিনেমা আজও ভক্তদের মনে গেঁথে আছে। এবার সেই ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ার টু’ আসছে বড় পর্দায়, যেখানে হৃতিকের সঙ্গে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ওয়ার টু’। তবে তার আগেই ছবিটি গড়ে ফেলেছে এক নজিরবিহীন রেকর্ড—যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম।

২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে।

ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে।

হৃতিক রোশন বছরে খুব কম ছবি করলেও তার প্রতিটি ছবিই ভক্তদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ থেকে প্রত্যাশা অনেক। এর আগে অয়ন বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ওয়ার’ ছবিটি ভারতে ৩০০ কোটি এবং বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে মোট ৪৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ