spot_img

পবিত্র আশুরা আজ

অবশ্যই পরুন

আজ ১০ মহররম পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনটি শোক, ত্যাগ, শিক্ষা ও আত্মসমর্পণের প্রতীক। হিজরি ৬১ সালের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারবর্গ ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শহীদ হন।

আজ রোববার (৬ জুলাই) বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানে মিলাদ, দোয়া-মাহফিল এবং শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে শিয়া সম্প্রদায়।

আশুরার দিনে হযরত মুসা (আ.) ফেরাউনকে পরাজিত করে বনী ইসরাঈলকে মুক্ত করেছিলেন বলেও কুরআন ও হাদিসে উল্লেখ আছে। তাই এই দিনটি মুসলিম ইতিহাসে বহুমাত্রিক তাৎপর্যে ভাস্বর।

সরকারি ছুটির এই দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। ঢাকায় তাজিয়া মিছিল ঘিরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য।

দিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

নেটফ্লিক্সের বড় প্রস্তাব ফিরিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন আমির

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও প্রথা ভেঙে চললেন ভিন্ন পথে। ব্লকবাস্টার হিট ‘সিতারে জমিন পার’ সিনেমাটি এবার মুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ