spot_img

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

অবশ্যই পরুন

ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আজ রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্বে রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

সর্বশেষ সংবাদ

একই হোটেলে পিটার হাস ও এনসিপির ৫ শীর্ষ নেতা, বৈঠকের খবরকে ‘গুজব’ বলছেন নাসীরুদ্দীন

কক্সবাজারের একটি হোটেলে গেছেন জাতীয় নাগরকি পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা। সেখান আবার রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ