নিয়মরক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশের মেয়েরা বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৩ মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তিন মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ, গোল করেন শামসুন্নাহার। পরে শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে।
ম্যাচের ১৬ মিনিটে আরও একটি গোল আসে মনিকার কাছ থেকে। ১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। গোলব্ন্যায় দিশাহারা হয়ে যায় তুর্কমেনিস্তান। ফলে ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছে দলটি। পরে ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০।
এরপর প্রায় ২০ মিনিট গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৪০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত গোলে বাংলাদেশের স্কোর ৭-০ করেন ঋতুপর্না চাকমা। ম্যাচে এটি ঋতুপর্নার দ্বিতীয় গোল।
প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঋতুপর্নারা। পরে বিরতির পর অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। এতে ৭-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপ রয়েছে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ‘সি’ গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে বাংলাদেশ ১৬ গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে। পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধু মাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল।