spot_img

আরও ২০৪ জনের ডেঙ্গু শনাক্ত, এক বিভাগেই অর্ধেক রোগী

অবশ্যই পরুন

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে প্রায় অর্ধেকই বরিশাল বিভাগে, যা ১০১ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮, ময়মনসিংহ বিভাগে ৫ জন, এবং রাজশাহী বিভাগে ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সময়ে সারাদেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৩৩৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পঁচিশে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু ।

সর্বশেষ সংবাদ

মেসিদের লিগে যোগ দিলেন মুলার

ইউরোপীয় অধ্যায়ের পাঠ চুকিয়ে আরও এক তারকা ফুটবলার যোগ দিচ্ছেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার লিওনেল মেসি, জর্দি আলবা,...

এই বিভাগের অন্যান্য সংবাদ