spot_img

রূপপুর বিদ্যুৎপ্রকল্প ও পদ্মা সেতুতে রেললাইনে খরচ হয়েছে দ্বিগুণ: গভর্নর

অবশ্যই পরুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প ও পদ্মা সেতুতে রেল স্থাপনে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ খরচ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহাসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে রাজশাহীর একটি রেস্তোরাঁয় মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে, সেটি ৬ বিলিয়ন ডলারে সম্পন্ন করা সম্ভব ছিল। পদ্মা সেতুতে রেল সেতু নির্মাণের খরচ বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। টাকাকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না।

তিনি অভিযোগ করেন, পলিসি মেকিংয়ের ক্ষেত্রে দেশ নয়, নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বিগত সরকার। বিদেশে পাচারকৃত অর্থ পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন গভর্নর।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ