spot_img

ড্রেসিংরুমে কফি খেতে গিয়ে দেখি ৫ উইকেট নেই: তাসকিন

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ম্যাচে ৭৭ রানে পরাজিত হয় টাইগাররা। জয়ের জন্য মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝপথে হঠাৎ ধস নামে। দলীয় ৯৯ রানে রান আউট হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এরপর মাত্র ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতার কথা শোনালেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘ক্রিকেট যে কতটা অনিশ্চিত, আজকের ম্যাচ সেটা আবারও মনে করিয়ে দিল। ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আমরা এই ভুল থেকে শিক্ষা নিবো, ভালো ফিরবো কিন্তু এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না।’

তিনি বলেন, ‘আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।’

তাসকিন অবশ্য আশা রাখছেন সামনে জয় নিয়ে আসার ব্যাপারে, ‘সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।’

সর্বশেষ সংবাদ

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ