spot_img

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে আলকারাজক-সাবালেঙ্কা

অবশ্যই পরুন

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। আলকারাজ হারিয়েছেন অলিভার টারভেটকে ও মেরি বুৎসকোভার পরাজিত হয়েছেন সাবালেঙ্কার কাছে।

ম্যাচে খুব সহজেই জয় পেয়েছেন আলকারাজ। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট।

এদিকে মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ডে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে সাবালেঙ্কাকে। যদিও সরাসরি সেটে জিতেই তিনি। কিন্তু দুটি সেটেই বিশ্বের ৪৫ নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভার বিপক্ষে লড়াই করতে হয়েছে। প্রথম সেটটি টাইব্রেকারে জয়ের পর দ্বিতীয় সেটটি জিতেছেন ৬-৪ গেমে।

সর্বশেষ সংবাদ

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের...

এই বিভাগের অন্যান্য সংবাদ