spot_img

বিটিএসের কামব্যাক, থাকছে চমক

অবশ্যই পরুন

তিন বছরের বিরতির পরে বিটিএস ব্যান্ড কামব্যাক নিয়ে মুখ খুলেছেন। আনুষ্ঠানিকভাবে নতুন অ্যালবাম এবং ২০২৬ সালে বিটিএস ওয়ার্ল্ড ট্যুর করার কথা জানিয়েছে। এতদিন অনুরাগীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন।

গতকাল মঙ্গলবার বিটিএস ব্যান্ড নিজস্ব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে গ্রূপের সাত সদস্য—জিন, আরএম, ভি, জিমিন, জে-হোপ, জাংকুক এবং সুগা—ভিডিও স্ট্রিম করে এই খবরটি জানান।

২০২২ সালের পর তারা এই প্রথম একসঙ্গে জনসম্মুখে আসেন। তারা জানান, ‘জুলাই মাস থেকে আমরা নতুন গান নিয়ে কাজ শুরু করব।’

পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ শিরোনামে অ্যালবামটি প্রকাশিত হবে ১৮ জুলাই বলেও জানান তারা।

অ্যালবামে ২০২১-২২ সালে ওয়ার্ল্ড ট্যুর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এর ২২টি গান থাকছে। এতে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’ ও ‘আইডল’-এর লাইভ ভার্সন থাকবে।

‘এ অ্যালবামের মাধ্যমে ভক্তরা কনসার্টের স্মৃতিগুলো আবারও অনুভব করতে পারবেন। আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকুক।’

সর্বশেষ সংবাদ

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর। তবে চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’...

এই বিভাগের অন্যান্য সংবাদ