spot_img

আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তার ভুল হয়েছে সাথে ম্যাগাজিন ক্যারি করা। ভুলে এটি বহন করেছেন তিনি। ইচ্ছাকৃত নয়। যা গতকালই বলেছি।

আজ বুধবার (২ জুলাই) সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুরাদনগরে নারী নির্যাতন নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের সাথে সাথেই আইনের আওতায় আনা হয়েছে।

সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এব ছর চাল আমদানি করা হয়েছে ও আগের চেয়ে স্টকও প্রচুর এবং ফলন ভালো হওয়ার পরেও বাজারে দাম বেশি, তাই এটির দাম নিয়ন্ত্রণে আনতে গণমাধ্যমের সহযোগিতা দরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুনের ভেতরে যেসব প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে তা বাস্তবায়ন হলে কতটুকু কৃষক উপকৃত হবে তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন নিয়ে কাজ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

৫ রানে ৭ উইকেট খুইয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশের

কলম্বোর মাঠে ৩০০ বলে ২৪৫ রান তাড়ায় বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করে ছন্দে ছিল টাইগারা। কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ