spot_img

১৯ বছর পর আবারও পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’

অবশ্যই পরুন

২০০৬ সালের ৩০ জুন মুক্তি পেয়েছিল স্টাইল, ক্ষমতা আর কড়া ব্যক্তিত্বে মোড়া এক আইকনিক সিনেমা—‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমাতে মেরিল স্ট্রিপের অবিস্মরণীয় অভিনয় যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনি তরুণ দুই অভিনেত্রী এমিলি ব্লান্ট ও অ্যান হ্যাথাওয়েও নজর কেড়েছিলেন দারুণভাবে। ছবিটির জন্য স্ট্রিপ পেয়েছিলেন অস্কার মনোনয়ন, আর দর্শক পেয়েছিল এক অনন্য নারী নেতৃত্বের গল্প।

ঠিক ১৯ বছর পর এলো সুখবর, নতুন কিস্তি আসতে চলেছে ছবিটির। আর পর্দায় ফিরছে সেই আইকনিক নারী ত্রয়ী। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, এ সপ্তাহেই শুরু হবে ছবিটির শুটিং। গতকাল মঙ্গলবার( ১ জুলাই) ডিজনি স্টুডিওসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ঘোষণা দেওয়া হয়েছে।

একজোড়া হাই-হিলের ছবি পোস্ট করে জানানো হয়, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর শুটিং শুরু হচ্ছে শিগগিরই। খবরটি শুনেই উচ্ছ্বসিত ভক্তরা। প্রথম কিস্তির মতো এবারও থাকবেন স্ট্যানলি টুসি। নতুন করে যোগ দিয়েছেন অভিনেতা কেনেথ ব্রানাগ। তাকে মিরান্ডা প্রিস্টলির (মেরিল স্ট্রিপ) স্বামীর চরিত্রে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ