ইরান-ইসরায়েল সংঘাত ও ইউক্রেন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। দুই নেতার মধ্যে প্রায় দুই ঘণ্টা কথোপকথন হয়। এ সময়, ইউক্রেনে যুদ্ধবিরতি ও সংঘাত স্থায়ীভাবে বন্ধের আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন ম্যাকরন।
অপরদিকে ক্রেমলিন জানায়, ম্যাকরনের কাছে বেসামরিক উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কথা হলো দুই নেতার মধ্যে।
এক ফরাসি কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়, পুতিনের সাথে ফোনালাপের আগে এবং পরে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন ইমান্যুয়েল ম্যাকরন। এর উদ্দেশ্য ছিল আলোচনা সম্পর্কে তাকে অবহিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও এ বিষয়ে কথা বলেছেন বলে জানানো হয়।