spot_img

ইসির ভাবনায় আপাতত শুধু জাতীয় নির্বাচন

অবশ্যই পরুন

বিএনপিসহ বেশকিছু দল জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইছে অনেক দিন ধরেই। বিপরীতে নতুন গঠিত এনসিপি আগে চায় স্থানীয় সরকার নির্বাচন। এনিয়ে কথা চালাচালিও হয়েছে বেশ। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১ জুলাই) কমিশনের অবস্থান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে জানতে চান সাংবাদিকরা।

উত্তরে সিইসি বলেন, আপাতত তাদের চিন্তায় শুধু জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন নয়। প্রধান উপদেষ্টাও বিভিন্ন ফোরামে জাতীয় নির্বাচনের কথাই বলছেন। কমিশনের প্রস্তুতিও সেভাবেই এগুচ্ছে।

তিনি আরও বলেন, এরপরও যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, সেটাও করা যাবে। বলেন, ভোটার তালিকা তো সে নির্বাচনেও কাজে লাগবে। যেটা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে, আপাতত তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন না বলে পুনরায় জানান।

সাংবাদিকদের তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও বিস্তারিত জানান। বলেন, সে আলোচনায় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চান। উত্তরে সিইসি ‘ফুল গিয়ারে’ কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান। প্রধান উপদেষ্টাও একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান বলে সিইসিকে জানিয়েছেন।

আলোচনা প্রসঙ্গে সিইসি নাসির উদ্দীন আরও বলেন, উনিও (ড. ইউনূস) নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা কখনও কারও জন্য একদিনও ফোন করে কোনো দলের বিষয়ে কিছু করতে কমিশনকে বলেননি। দেশে-বিদেশে যেমন উনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার কথা বলছেন, সেদিনের সৌজন্য সাক্ষাতে তেমনই নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ