spot_img

প্রহসনের নির্বাচনের অভিযোগে মামলা: সাবেক সিইসি নূরুল হুদার জবানবন্দি

অবশ্যই পরুন

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ স্বীকারোক্তি দেন।

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক প্রমুখ।

মামলাটি দায়ের পরপরই এদিন রাতে গ্রেফতার হন সাবেক সিইসি কে এম নূরুল হুদা। এদিন স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে দুই দফায় মোট ৮ দিনের তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

সর্বশেষ সংবাদ

ফের প্রথম রাউন্ডেই বিদায় মেদভেদেভের

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। রোববার (২৪ আগস্ট) বেঞ্জামিন বনজির বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ