spot_img

ভিকির সিনেমা দেখে যেভাবে রিভিউ দেন ক্যাটরিনা

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের দাম্পত্য জীবন যেমন রঙিন, তেমনি একে অন্যের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় ভরা। পর্দার বাইরে এই জুটির রসায়নও দর্শকদের কাছে বেশ চমকপ্রদ। সম্প্রতি বলিউডে নিজের ১০ বছরের ক্যারিয়ার উদযাপন করছেন ভিকি কৌশল। এ উপলক্ষে তিনি হাজির হয়েছিলেন কারিনা কাপুর খানের পডকাস্ট শোতে। সেখানে এক মজার প্রশ্নে উঠে আসে—ভিকির সিনেমা দেখে স্ত্রী ক্যাটরিনা কাইফ কীভাবে রিভিউ জানান?

উত্তরে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শক হিসেবে ফিডব্যাক দেয়। আমিও ক্যাটরিনার কাছে অভিনয় সম্পর্কিত নানা বিষয় জেনে নিই।’

ভিকির কথা শুনে কারিনা জানান, তিনি এবং সাইফ আলি খান একে অপরের কাজের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন। তাদের ক্ষেত্রে একজনের সিনেমা মুক্তি পেলে অন্যজন সেটা দেখে ফিডব্যাক দেওয়াটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে।

তবে সাইফ-কারিনার সঙ্গে ভিকি-ক্যাটরিনার ব্যাপারটা কিছুটা আলাদা। এক্ষেত্রে দু’জনের সমান অংশগ্রহণ নেই। ভিকি ক্যাটরিনার কাছ থেকে ফিডব্যাক চাইলেও ক্যাটরিনা নাকি কখনও এই কাজটি করেন না।

সর্বশেষ সংবাদ

‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ’

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। রোববার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ