spot_img

মেসিদের হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

অবশ্যই পরুন

লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। রোববার ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে পিএসজি।

ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে জোয়াও নেভেস একেবারে ফাঁকায় হেড করে গোল করেন। এরপর ৩৯তম মিনিটে মিয়ামির বুসকেটস বল হারালে দ্রুত আক্রমণ থেকে নেভেস নিজের দ্বিতীয় গোল করেন।

তৃতীয় গোলটি মিয়ামির টমাস অ্যাভিলেস আত্মঘাতী করেন। হাকিমি প্রথমে বল ক্রসবারে মেরে ফিরলেও পরে নিজেই বল জালে পাঠিয়ে পিএসজির চতুর্থ গোলটি করেন।

মেসিকে নিয়ে গ্যালারিতে উন্মাদনা ছিল তুঙ্গে। ৬৬ হাজার দর্শকের বেশিরভাগই মিয়ামির গোলাপি জার্সি আর আর্জেন্টিনার জার্সি পরে মেসির নাম ধরে চিৎকার করছিলেন।

মেসি কয়েকটি দারুণ পাস দেন, কিন্তু ইন্টার মিয়ামির আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। একবার সুয়ারেজকে চমৎকার পাস দিলেও গোল আসেনি। এরপর ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও মেসির শট দেয়ালেই লেগে ফিরে আসে।

মেসি ম্যাচের দ্বিতীয়ার্ধে ভালো লড়াই করলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত পিএসজি সহজ জয়ই পেয়েছে।

সর্বশেষ সংবাদ

ডিএসসিসিতে গাড়ির তেল চুরিতে জড়িত চালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা: দুদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির তেল চুরির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তেল চুরিতে গাড়ির চালক থেকে শুরু করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ