spot_img

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম ৩ ঘণ্টা: আলি শামখানি

অবশ্যই পরুন

ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়েছিলেন ৩ ঘণ্টা ! নড়াচড়া করতে না পারায়, ওই অবস্থায় আদায় করেন ফজরের নামাজ। এভাবেই ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা, আলি শামখানি।

গেলো ১৩ জুন তাকে হত্যার দাবি করেছিলো ইসরায়েল। এরপর, ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর। সব গুঞ্জন উড়িয়ে, ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণ জানাজায় অংশ নিতে, জনসম্মুখে আসেন আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা।

এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেন সাক্ষাৎকার। বলেন কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন।

শামখানি ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন। সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিলো ইসরায়েল। পুরোপুরি গুড়িয়ে দেয়া হয় তার বাড়ি। শামখানির দাবি, নেহাৎ ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন।

তিনি জানান, হামলার সময়ে প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন। এক সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে, খামেনির শীর্ষ উপদেষ্টা তিনি।

সর্বশেষ সংবাদ

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ