spot_img

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৩

অবশ্যই পরুন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৮৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকার দুই সিটিতে মোট ৬০ জন, ঢাকা বিভাগে ৪৮ জন (সিটি করপোরেশন বাদে), খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। যার মধ্যে পাঁচ হাজার ৮২৫ জন পুরুষ ও চার হাজার ৪২ জন নারী।

সর্বশেষ সংবাদ

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি: সিপিডি

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। রোববার (১০ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ