spot_img

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদনের রায় স্থগিত

অবশ্যই পরুন

২০১৮ সালে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন করে দেয়া আপিল বিভাগের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার (২৯ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে, ২০১৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। পরে ২০১৮ সালের ৩ জানুয়ারি এই বিধিমালা গ্রহণ করে আদেশ দেন পাঁচ সদস্যের আপিল বিভাগ।

এরপর গত ৮ মে মাসে সেই আদেশ পুনর্বিবেচনা চেয়ে তৃতীয় পক্ষ হিসেবে শিশির মনিরসহ আট আইনজীবী আপিল বিভাগে আবেদন করেন। ২১ মে আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। ওইদিন আদালত আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আবেদনটির শুনানি হয়।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে অনুমতি দেয়া হবে না: ট্রাম্প

যখন গাজায় সংঘাত ও পশ্চিম তীর দখল বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, তখন নেতানিয়াহুর প্রশাসনের কিছু সদস্য পশ্চিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ