spot_img

‘পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকামুখী হতে হবে না’

অবশ্যই পরুন

পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ১০ তলা ভবন ও ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বন্দরনগরী চট্টগ্রামের পূর্ন সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামোগত উন্নয়ন এবং কাঙ্খিত সেবা প্রদানের বিকল্প নেই। বিএসটিআই এর ভবন ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব হওয়ায় দেশের আমদানী-রফতানি বাণিজ্য গতিশীল হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। অনুষ্ঠানে শিল্প সচিব, জেলা প্রশাসক এবং বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন ভবনের ফলক উন্মোচন করেন জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্ত’র মা এবং শিল্প উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে নিহতদের প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ