spot_img

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে। অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দিতে হবে। আমরা সরকারের ত্রুটি-বিচ্যুতির সমালোচনা করব। তবে ক্ষমতায় থাকা পর্যন্ত সরকারকে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে জনগণ আশাবাদী হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে। পাশাপাশি গুম, খুনের ভয়ে কেউ যেন আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়তে হবে।

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ