spot_img

তৃতীয় দিন শেষে লঙ্কানদের চেয়ে ৯৬ রানে পিছিয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কানদের চেয়ে ৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। এর আগে নিশাঙ্কা-চান্দিমালদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৫৮ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস।

সিরিজে টানা ব্যর্থ এনামুল বিজয় আগ্রাসী শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ রান করে ফার্নান্দোর পেসে কাটা পড়েন তিনি। আরেক ওপেনার সাদমান ফেরেন ১২ রান করে। আর ১৫ রান করা মুমিনুলকে ফেরান ধনঞ্জয়া।

এর আগে ৪৩ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই তাইজুল ইসলামের জোড়া আঘাত—১৫৮ রান করা নিশাঙ্কাকে আউট করে স্বস্তি ফেরান টাইগার শিবিরে। আর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে পরিণত করেন নিজের দ্বিতীয় শিকারে।

১০ রান করা প্রবাথ জয়সুরিয়াকে সাজঘরে ফেরান পেসার নাহিদ রানা। ৩৩৬ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস আউট হন ৩৩ রান করে। এরপর দিনুশকাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন নাঈম হাসান। আর ফিফটি তুলে ৮৪ রানে রানআউটে কাটা পড়েন কুশল মেন্ডিস।

শেষ পর্যন্ত তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে থামে লঙ্কানদের ইনিংস। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের পর স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ। এবার একই পথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ