spot_img

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না: প্রেস সচিব

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারকে দোষারোপের রিপোর্ট হচ্ছে। কিন্তু সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না। যা হচ্ছে তা খুবই গড়পড়তা প্রতিবেদন। তবে তথ্য প্রমাণভিত্তিক ভালো প্রতিবেদন প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, সরকার এখন কোনও গোয়েন্দা বা বাহিনী দিয়ে গ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না। আমরা ভুল হলে ধরিয়ে দিচ্ছি। তখন বলা হচ্ছে সরকার বাধা দিচ্ছে। কোনও প্রতিবেদন হলে কালা কানুন ব্যবহার হচ্ছে না। বরং এসব কালাকানুন বাতিল করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সাংবাদিকদের কোনও অন্যায় সুবিধা দিচ্ছে না। এর ব্যত্যয় থাকলে অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানাচ্ছি। গত ১৫ বছরের বাজে সাংবাদিকতা নিয়ে একজন সাংবাদিকও দু:খ প্রকাশ করেনি। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাদের মুখোশ ও রাজনৈতিক সম্পৃক্ততা উন্মোচনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সচিবালয়ের সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করা ভুল ছিল। তবে ৬০০ জনকে অস্থায়ী কার্ড দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

আমদানি-রফতানি সহজীকরণ ও দ্রুত পন্য খালাসে কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা

ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ