গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবারবর্গ তাদের সরকারের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করে প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বিবৃতিতে জানিয়েছে, ‘যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সকল বন্দির মুক্তি এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য জরুরি আলোচনায় বসুন। ইরানের সাথে যুদ্ধবিরতি সম্ভব হলে গাজায় যুদ্ধ বন্ধও সম্ভব।’
সংগঠনটি আরও বলেছে, ‘ইরানে ধ্বংসাত্মক আঘাত হানার পর গাজার কাদায় আবার ডুবে যাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এটি ইসরায়েলের কোনো স্বার্থেই কাজে আসবে না।’
তাদের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ইরানে অভিযান শেষ করে সকল বন্দি মুক্তির সুযোগ কাজে না লাগানো হবে একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা। এটি একটি ঐতিহাসিক সুযোগ এবং ইসরায়েলি সরকারের উচিত এটিকে দুই হাতে আঁকড়ে ধরা।’
ইসরায়েলি বন্দিদের পরিবারের এই আহ্বান আসে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে। গাজায় চলমান যুদ্ধে ইতিমধ্যে হাজারো ফিলিস্তিনি ও ইসরায়েলি নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা।