spot_img

‘এখনো যুদ্ধবিরতি হয়নি, ইসরায়েল হামলা বন্ধ করলে বন্ধ করবে ইরানও’

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ‘এক্স’-এ পোস্ট করে জানিয়েছেন যে, দখলদার ইসরায়েল যদি তাদের “অবৈধ হামলা বন্ধ করে”, তাহলে ইরানেরও হামলা চালিয়ে যাওয়ার আর কোনো ইচ্ছা থাকবে না।

তিনি ইসরায়েলকে ইরানি সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, যার মধ্যে হামলা বন্ধ করতে হবে। তবে এই সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে।

আরাগচি স্পষ্ট করেছেন, “ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে: ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেঁধে দেওয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয়, তাহলে এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই।”

তিনি আরও জানান যে, সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনেও একই কথা জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ...

এই বিভাগের অন্যান্য সংবাদ