spot_img

ইরানের সঙ্গে কূটনীতি চালাতে ট্রাম্প এখনও আগ্রহী: হোয়াইট হাউজ

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানালে তাদের জনগণের উচিত সরকার সরিয়ে দেওয়া। তবে তিনি এখনও কূটনীতি চালাতে আগ্রহী।

আজ সোমবার (২৩ জুন) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

লেভিট বলেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে আসতে অস্বীকার করে, তাহলে ইরানিদের কয়েক দশক ধরে দমনকারী এই সহিংস সরকারের (ইরান) ক্ষমতা কেড়ে নেয়ার অধিকার জনগণের থাকা উচিত নয়? ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কূটনীতিতে আগ্রহী এবং সম্পৃক্ত রয়েছেন।

গতকাল, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিনদের হামলা শাসন পরিবর্তনের লক্ষ্যে নয়।

উল্লেখ্য, গতকাল রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরান দাবি করেছে, তারা আগেই পারমাণবিক স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলেছিল।

সর্বশেষ সংবাদ

টেনিস ইতিহাসে রেকর্ড প্রাইজমানি ঘোষণা!

রেকর্ড পরিমাণ অর্থ মিলছে ইউএস ওপেনে। ২৪ আগস্ট শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে উভয় এককের (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ